উঠল গয়না শিল্পে ধর্মঘট

টানা ১৮ দিন চলার পরে অবশেষে ধর্মঘট উঠল গয়না শিল্পে। এই ধর্মঘট শুরু হয়েছিল বাজেটে গয়নার (রুপো ছাড়া) উপর ১% উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাবের কারণে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৩৮
Share:

টানা ১৮ দিন চলার পরে অবশেষে ধর্মঘট উঠল গয়না শিল্পে। এই ধর্মঘট শুরু হয়েছিল বাজেটে গয়নার (রুপো ছাড়া) উপর ১% উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাবের কারণে। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কর্তা শঙ্কর সেন জানান, কেন্দ্র কর তোলেনি। কিন্তু অর্থমন্ত্রীর আশ্বাস, শুল্ক আদায়ের প্রক্রিয়া আরও সরল করা হবে। তাতেই উঠল ধর্মঘট। চলতি মাসে ধর্মঘটে নেমেছিলেন দেশের ৩ লক্ষ গয়না ব্যবসায়ী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement