Karnataka

MLA slapped Principal: কলেজ অধ্যক্ষকে চড়ের পর চড় বিধায়কের! কর্নাটকের ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়

গত ২০ জুন কলেজ পরিদর্শনে গিয়েছিলেন মাণ্ড্যর জেডিএস বিধায়ক এস শ্রীনিবাস। অভিযোগ, উন্নয়নের কাজে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষকে চড় মারেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১২:৪০
Share:

টুইটার থেকে নেওয়া।

কলেজের অধ্যক্ষকে চড়ের পর চড় মারছেন বিধায়ক! কর্নাটকের এই ভিডিয়ো নেটমাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে। থাপ্পড় মারায় অভিযুক্ত জেডিইউ বিধায়ক এম শ্রীনিবাস। আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

Advertisement

গত ২০ জুন, কর্নাটকের মাণ্ড্যর জেডিইউ-এর বিধায়ক শ্রীনিবাস গিয়েছিলেন নলওয়াডি কৃষ্ণরাজা ওয়াডিয়ার আইটিআই কলেজ পরিদর্শনে। সেখানে কম্পিউটার ল্যাবরেটরির কী নির্মাণকাজ চলছে তা জানতে চান তিনি। অভিযোগ, ল্যাবরেটরিতে কী উন্নয়নের কাজ হয়েছে, সে সম্বন্ধে কলেজ অধ্যক্ষের খতিয়ান সন্তুষ্ট করতে পারেনি বিধায়ককে। তার পরই পরের পর থাপ্পড় মারতে শুরু করেন বিধায়ক। তা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আশপাশের লোকেদের।

এই ভিডিয়োয় তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেই অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন কলেজের অধ্যক্ষের কাছে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement