জয়ললিতার সম্পত্তি
প্রাসাদটা তো পড়ে রয়েছে, আম্মাই শুধু নেই। ৮১ পোয়েজ গার্ডেনের বিশাল অট্টলিকা এখন খাঁ খাঁ করছে। সোমবার, দীর্ঘ রোগ ভোগের পর ৬৮ বছর বয়সে মারা গিয়েছেন তামিলনাড়ুর ‘বর্তমান’ এবং পাঁচ বারের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা। তাঁকে নিয়ে বিতর্ক যতই থাক, রাজনীতি হোক বা তার বাইরে সব মানুষের কাছেই সমান ভাবে বিচরণ করতেন তিনি। তাঁর মৃত্যুতে হয়ত মুখ্যমন্ত্রীর পদ ফাঁকা থাকেনি, কিন্তু তামিলনাড়ুর মন শূন্য করে নিয়ে গিয়েছেন জয়ললিতা। শূন্য হয়ে গিয়েছে পোয়েজ গার্ডেনের অট্টলিকাটাও। পড়ে রয়েছে ২৪ হাজার বর্গফুটের বিশাল প্রাসাদ, বিপুল সম্পত্তি, আসবাব পত্র। পোয়েজ গার্ডেনের অট্টলিকা ছাড়াও আরও চারটি ফ্ল্যাট, বাড়ি রয়েছে তাঁর। আপাতত দাবিদার কেউ নেই। এই সব সম্পত্তির ভাগ্য কী হবে সময় বলবে, তার আগে একবার দেখে নেওয়া যাক কী কী সম্পত্তি রেখে গেলেন আম্মা।
আরও পড়ুন- দশম শ্রেণির পরীক্ষায় প্রথম হয়েছিলেন জয়ললিতা