দিল্লির জল, দুধ বন্ধ করার হুমকি

উত্তরপ্রদেশের ভোট নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদী। আর দিল্লিতে এসে সরকারকে শাসিয়ে গেল জাঠেরা।দিল্লির যন্তরমন্তর থেকে জাঠেরা আজ মোদী সরকারকে হুমকি দিয়ে বলেছে, সংরক্ষণের দাবি না মানলে জল থেকে দুধ— বন্ধ করে দেওয়া হবে রোজের সরবরাহ। চলবে না ট্রেন। আটকানো হবে সড়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:১৮
Share:

ভিড়: সংরক্ষণের দাবিতে জাঠদের মিছিল। বৃহস্পতিবার দিল্লির যন্তরমন্তরে। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশের ভোট নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদী। আর দিল্লিতে এসে সরকারকে শাসিয়ে গেল জাঠেরা।

Advertisement

দিল্লির যন্তরমন্তর থেকে জাঠেরা আজ মোদী সরকারকে হুমকি দিয়ে বলেছে, সংরক্ষণের দাবি না মানলে জল থেকে দুধ— বন্ধ করে দেওয়া হবে রোজের সরবরাহ। চলবে না ট্রেন। আটকানো হবে সড়ক। এতে আটকে পড়বে রাজধানী-সহ উত্তর ভারত। মার্চের তৃতীয় সপ্তাহে ফের দিল্লি অভিযানের কথাও জানিয়েছে জাঠেরা। এক বছর পর ফের জাঠ আন্দোলন মাথাচাড়া দেওয়ায় অস্বস্তিতে কেন্দ্র।

হরিয়ানার পাশাপাশি কেন্দ্রীয় তালিকাতেও তাদের অন্যান্য অনগ্রসর জাতি (ওবিসি) হিসেবে গণ্য করার দাবিতে পথে নেমেছে জাঠেরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে সংরক্ষণের দাবিতে বিভিন্ন সময়ে তাদের আন্দোলন চলছে। আজ যন্তরমন্তরে ‘অখিল ভারতীয় জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতি’-র সভাপতি যশপাল মালিক বলেন, ‘‘সংরক্ষণের দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপি দেবে কমিটি। তাতে কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে জাঠেরা।’’

Advertisement

গত বছর আন্দোলনের নামে গোটা হরিয়ানা জুড়ে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে জাঠেদের বিরুদ্ধে। ট্রেন লাইন উপড়ে ফেলা থেকে সরকারি প্রতিষ্ঠান, স্কুল, ব্যাঙ্ক ভাঙচুর, এমনকী দিল্লির মানুষ হরিয়ানার যে বাঁধের জলের উপর নির্ভরশীল তা-এ দখল করে নেয় জাঠেরা। জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেনা নামাতে বাধ্য হয় সরকার। সংঘর্ষে মারা যায় প্রায় ৩০ জন বিক্ষোভকারী। দশ দিন ধরে জাঠেদের ওই আন্দোলনে নাকানিচোবানি খেতে হয়েছিল হরিয়ানা ও কেন্দ্রের বিজেপি সরকারকে। পরে এ বিষয়ে একটি বিল আনে বিজেপি শাসিত হরিয়ানার মনোহরলাল খট্টারের সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement