দেবেন্দ্র ফডণবীস। — ফাইল চিত্র।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তুললেন মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে-পাটিল। তাঁর অভিযোগ, ফডণবীস তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন। মহারাষ্ট্র থেকে মরাঠা প্রভাব শেষ করতেও চক্রান্ত করছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী।
মরাঠা সংরক্ষণের দাবিতে লাগাতার আন্দোলন করছেন মনোজ। গত ১০ দিন ধরে অন্তরওয়ালি-সারাতি গ্রামে অনশন করছেন তিনি। সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের বিল পাশ করেছে একনাথ শিন্দে সরকার। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনোজের অভিযোগ, ‘‘এই সরকার আমাকের সব রকম ভাবে হেয় করার চেষ্টা করছে। ওরা চায় অনশন করতে করতে আমি যেন মরে যাই। স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। তাই এখন আর স্যালাইন নিচ্ছি না। আমাকে এনকাউন্টারে মারার স্বপ্ন দেখেন ফডণবীস।’’
মনোজের দাবি, মহারাষ্ট্র রাজনীতিতে আবার মরাঠাদের আধিপত্য ফিরেছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‘এই মরাঠা আধিপত্য শেষ করতে চান ফডণবীস। তিনি মরাঠাদের সঙ্গে অন্যদের লড়াই বাধাতে চাইছেন। এই চক্রান্তে শাসক শিবিরের বেশ কয়েকজন বিধায়কও জড়িত।’’ মনোজ দাবি করেছেন, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে যে ১০ শতাংশ মরাঠা সংরক্ষণ চালু হয়েছে, তার দাবি তিনি করেননি। ওই সমাজকর্মী বলেন, ‘‘আমার দাবি ছিল মরাঠা সম্প্রদায়কে ওবিসি-র অন্তর্ভুক্ত করে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। কিন্তু ওরা জোর করে ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল।’’