‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানে উত্তাল জম্মু-কাশ্মীর বিধানসভা

জম্মু-কাশ্মীর বিধানসভা উত্তাল হল প্রবল পাকিস্তান বিরোধী বিক্ষোভে। ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান উঠল বার বার। শনিবার এই স্লোগান তোলার পাশাপাশি জম্মু-কাশ্মীরের শাসক জোটের বিধায়করা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১৫:৪৯
Share:

জম্মু-কাশ্মীর বিধানসভা উত্তাল হল প্রবল পাকিস্তান বিরোধী বিক্ষোভে। ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান উঠল বার বার। শনিবার এই স্লোগান তোলার পাশাপাশি জম্মু-কাশ্মীরের শাসক জোটের বিধায়করা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন।

Advertisement

অনন্তনাগের বিজবেহারা এলাকায় শুক্রবার জঙ্গি হানায় মৃত্যু হয়েছে তিন বিএসএফ জওয়ানের। সেই ঘটনার প্রেক্ষিতেই শনিবার জম্মু-কাশ্মীর বিধানসভা উত্তাল হয়ে ওঠে। বিজেপি বিধায়ক রবীন্দ্র রায়নার নেতৃত্বে আরও অনেক বিধায়ক পাকিস্তান বিরোধী স্লোগান দিতে থাকেন। এর পর জঙ্গি হানা প্রসঙ্গে বলতে ওঠেন রবীন্দ্র। তিনি দাবি তোলেন, ন্যাটো যে ভাবে তালিবান, আইএস এবং আল কায়েদার উপর আক্রমণ চালাচ্ছে, ভারতেরও সে ভাবেই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে অভিযান চালানো উচিত। সব জঙ্গি শিবির ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত। জঙ্গিদের কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে জম্মু-কাশ্মীর বিধানসভার তরফ থেকে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবিও তোলেন রায়না।

আরও পড়ুন:

Advertisement

জয় হিন্দ, জয় সুভাষ স্লোগান দিয়ে স্বাধীন দেশ তৈরি হচ্ছিল মথুরায়!

স্পিকার কবীন্দ্র গুপ্তও রায়না-সহ অন্য বিজেপি বিধায়কদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিলেন। রবীন্দ্র রায়নার দাবিগুলিও তিনি সংবেদনশীলতার সঙ্গেই শোনেন। তবে তাতে বিধানসভার উত্তেজনা কমেনি। রবীন্দ্র রায়নার ভাষণ চলাকালীনও অবিরাম ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতে থাকেন অন্য বিধায়করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement