ছবি: পিটিআই।
সোশ্যাল মিডিয়ার উপরে নিষেধাজ্ঞা তুলে নিল জম্মু-কাশ্মীর প্রশাসন। এই সিদ্ধান্তে স্বস্তির ফিরেছে উপত্যকায়। আজ এক নির্দেশে প্রশাসন জানায়, ১৭ মার্চ পর্যন্ত মোবাইল ইন্টারনেট থেকে সব ওয়েবসাইট দেখা যাবে। মোবাইলে অবশ্য টুজি ইন্টারনেটই চালু থাকবে। পরে ফের পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি কাশ্মীরে টুজি মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড চালু হলেও কেবল নির্দিষ্ট কিছু সাইট দেখার অনুমতি দেয় প্রশাসন। নিষিদ্ধ সাইটের মধ্যে ছিল সোশ্যাল মিডিয়াও। আজ স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সচিব শালিন কাবরা তাঁর নির্দেশে জানান, পোস্টপেড মোবাইলে ইন্টারনেট পরিষেবা মিলবে। প্রিপেড মোবাইলে যদি পোস্টপেডের নিয়ম মেনে সিম নেওয়া হয় তবেই ইন্টারনেট পাওয়া যেতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে অবশ্য সব সাইট দেখা যাবে না। কাবরা জানান, পর্যটক, পড়ুয়া, ব্যবসায়ীদের জন্য ইন্টারনেট ব্যবহারের যে বিশেষ সুবিধে চালু ছিল, সেগুলি চালুই রাখা হবে।
আজ সন্ধ্যা থেকেই উপত্যকায় চালু হয় সোশ্যাল মিডিয়া। শ্রীনগরের বাসিন্দা সাজাদ আহমেদের কথায়, ‘‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার না করেও এ বার বাকি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারব।’’ উপত্যকার নেটনাগরিকদের অনেকে এখনও সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না। সফ্টওয়্যার প্রোগ্রামার নাভিজ আঞ্জুমের বক্তব্য, ‘‘জানি না গত কয়েক মাসে এমন কী পরিবর্তন হয়েছে যে এমন সিদ্ধান্ত নেওয়া গেল। সিদ্ধান্তটাই ভুল ছিল।’’ বন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজার মতে, ‘‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে কাশ্মীরিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিলেন। তাই সরকার বোধহয় নিষেধাজ্ঞার ব্যর্থতা বুঝতে পেরেছে।’’