Coronavirus in India

করোনা সংক্রমণের আশঙ্কা, স্ত্রী-র শ্রাদ্ধে যোগ দেওয়ার আর্জি খারিজ বন্দির

ওই বন্দিকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্ত্রী-র শ্রাদ্ধ অনুষ্ঠান দেখানোর জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৮:৫৭
Share:

প্রতীকী ছবি।

প্রয়াত স্ত্রী-র শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিলে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে সংক্রমণ ছড়াতে পারে সংশোধনাগারেও। এই আশঙ্কায় জেলবন্দি পুলিশ আধিকারিকের আর্জি খারিজ করল বম্বে হাইকোর্ট। তার বদলে ওই বন্দিকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্ত্রী-র শ্রাদ্ধ অনুষ্ঠান দেখানোর জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তালোজা জেলে বন্দি পুলিশ আধিকারিক অভয় কুরুন্দকারের স্ত্রী-র। এর পর স্ত্রী-র শ্রাদ্ধে যোগ দিতে ২৩ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন অভয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বম্বে হাইকোর্টের বিচারপতি সারঙ্গ কোটওয়াল।

ঠাণে গ্রামীণ এলাকার পুলিশ আধিকারিক ছিলেন অভয়। খুনের অভিযোগে তিনি এই মুহূর্তে বিচারাধীন বন্দি। সেশন কোর্টে তাঁর আর্জি খারিজ হয়ে যাওয়ায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভয়। কিন্তু সেখান থেকেও তাঁকে খালি হাতেই ফিরতে হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement