জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।
এক অভূতপূর্ব ঘটনা ঘটল শুক্রবার সকালে, রাজ্যসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে। বিরোধী সাংসদদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজনৈতিক সূত্রে এ খবর জানা গিয়েছে। একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ডের বিষয়টি নিয়ে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা বৈঠকে সরব হওয়ার জেরেই তিনি ঘর থেকে বেরিয়ে গিয়েছেন বলে খবর। পরে তাঁর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, বৈঠকে কোনও শৃঙ্খলা না থাকায় তাঁর এই সিদ্ধান্ত।
আজ বৈঠকটি ছিল আগামী সপ্তাহে রাজ্যসভার কার্যপ্রণালী নিয়ে আলোচনা এবং তার সময় বণ্টন নিয়ে। সূত্রের খবর, বৈঠকে প্রধানত সরব হন কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ। তাঁর এবং অন্য বিরোধী সংসদীয় নেতাদের বক্তব্য, এপিক নিয়ে আলোচনার জন্য বহু নোটিস ইতিমধ্যেই কক্ষে জমা পড়েছে। কিন্তু তা নিয়ে আলোচনার নামগন্ধও করা হচ্ছে না। কংগ্রেস, তৃণমূলের বক্তব্য, এই নিয়ে আলোচনার দাবিতে যথেষ্ট নমনীয়তা এবং ধৈর্য দেখিয়েছেন বিরোধীরা। বলা হয়েছে, যে কোনও ধারায় (প্রয়োজন হলে স্বল্পমেয়াদী আলোচনায়) বিষয়টিকে তোলা হোক। বিরোধীদের কথায়, যদি ‘এপিক’ শব্দটি রাখতে আপত্তি থাকে, তা হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং ভোটব্যবস্থাকে শক্তিশালী করা শীর্ষক আলোচনাও তো করা যেতে পারত।
এরপরই ক্ষুব্ধ জয়রাম বলেন, যদি এপিক নিয়ে আলোচনার আশ্বাস না পাওয়া যায়, তা হলে তাঁদের পক্ষেও সরকারের পক্ষ থেকে আনা বিল নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। বৈঠকে উপস্থিত সরকার পক্ষের সাংসদরাও হইচই করতে থাকেন। জানা গিয়েছে, তাঁরা জয়রামের মন্তব্যকে ‘হুমকি’ বলে উল্লেখ করে প্রতিবাদ করেন। সূত্রে জানা গিয়েছে উঠে যাওয়ার আগে ধনখড় বলে যান, সভ্য ভাবে আলোচনা না হলে সেখানে যোগ দেওয়া সম্ভব নয়।