National News

সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হল সিবিআইয়ের, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, ‘‘সারদা, নারদা, রোজভ্যালি কাণ্ডে কোটি কোটি গরীব মানুষ সর্বস্বান্ত হয়েছেন। তার তদন্ত হবে না? তার তদন্ত করলেই দোষ?’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪২
Share:

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। - ছবি: পিটিআই

কোনও সরকার বা রাজনৈতিক দল নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-রই নৈতিক জয় হয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চের মঙ্গলবারের নির্দেশের প্রেক্ষিতে এ কথা বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্ট স্পষ্টই বলে দিয়েছে, সিবিআই ডাকলে জেরায় আসতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সেটা কলকাতায় হবে না। হবে শিলংয়ে। কেউ কেউ এটাকে তাঁদের জয় বলছেন। আমরা আর কী বলতে পারি? প্রশ্নটা হল, দু’বছরেরও বেশি সময় ধরে উনি সিবিআইয়ের জেরা এড়িয়ে চলছিলেন কেন? সিবিআই অনেক দিন ধরে চাইছিল, উনি জেরায় আসুন। সুপ্রিম কোর্ট সেই নির্দেশই দিয়েছে।’’

Advertisement

প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ দিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, ‘‘সারদা, নারদা, রোজভ্যালি কাণ্ডে কোটি কোটি গরীব মানুষ সর্বস্বান্ত হয়েছেন। তার তদন্ত হবে না? তার তদন্ত করলেই দোষ? যে বিরোধী দলগুলি এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে, তারা কেউই এ ব্যাপারে সাড়াশব্দ করছে না। পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ কর্তাদের কাছে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে। এখন এই ইস্যুটি নিয়ে রাজনীতি করা চলবে না।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement

প্রধান বিচারপতির নেতৃত্বে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চের নির্দেশের পরেই এ দিন ধর্মতলায় ধর্না মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা আমাদের নৈতিক জয়। শুধু রাজীব নয় আমি যে কোনও মানুষের পাশে আছি। সুপ্রিম কোর্টের রায় দেশের জনতার রায়। জনতার জয়। সংবিধানের জয়। যুবকের জয়। দেশের নাগরিকের জয়।’’

আরও পড়ুন- আপাতত গ্রেফতার নয়, রাজীব কুমারকে সিবিআই জেরায় বসার নির্দেশ সুপ্রিম কোর্টের​

আরও পড়ুন- গণতন্ত্রের জয়, সুপ্রিম কোর্টের রায় শুনেই ধর্নামঞ্চ থেকে বললেন মমতা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement