Income Tax Return

আয়কর রিটার্ন জমার সময়সীমা দু’মাস বাড়িয়ে দিল কেন্দ্র, শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর

করোনা আবহে নানারকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে করদাতাদের। তা মাথায় রেখেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২১ ২০:২৪
Share:

প্রতীকী ছবি।

কোভিড পরিস্থিতিতে স্বস্তিতে করদাতারা। ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দু’মাস বা়ড়াল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। নতুন ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের অতিমারি পরস্থিতির বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে অডিটের কাজের জন্যও সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। এর আগে শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর।

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বিবৃতিতে জানিয়েছে, করোনা আবহে নানারকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে করদাতাদের। সেই বিষয়টি মাথায় রেখেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৭ জুন থেকে নতুন পোর্টালও চালু করা হবে। বর্তমানে যে পোর্টালের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়া হয়, তা ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার বিবৃতি জারি করে জানিয়েছে আয়কর দফতর। বলা হয়েছে, নতুন পোর্টালে আরও সহজে কাজ করতে পারবেন করদাতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement