বিজেপিকে নিয়ে সুর বদল রজনীকান্তের।—ফাইল চিত্র।
বিজেপি ঘেঁষা বলেই এতদিন পরিচিতি ছিল। লোকসভা ভোটের আগে সুরবদল সেই রজনীকান্তের।
যদিও সরাসরি কেন্দ্রের শাসকদলের সমালোচনা করেননি তিনি। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অবস্থানকে সমর্থন জানাতে দেখা গেল রজনীকান্তকে।
সোমবার চেন্নাই বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণী ছবির এই তারকা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়,বিজেপি কি বিপজ্জনক দল? তা না হলে জাতীয় স্তরে এ ভাবে বিজেপি বিরোধী জোট তৈরি কেন হচ্ছে? জবাবে তিনি বলেন, ‘‘বিরোধীরা যখন এমনটা ভাবছেন, সত্যি হয়তো তাই হবে!’’
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে মৌন, সু চি-র সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার কেড়ে নিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
এতদিন মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্তের অন্যতম সমর্থক ছিলেন রজনীকান্ত। সে ব্যাপারেও নিজের মত বদলাতে দেখা গেল এ বার। তাঁর কথায়,‘‘নোটবন্দির বাস্তবায়ন প্রক্রিয়ায় গলদ ছিল। এটা নিয়ে সবিস্তার আলোচনা হওয়া দরকার।’’
তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক বাঁধতে দেখে মঙ্গলবার সাফাই দিয়ে এগিয়ে আসেন প্রবীণ অভিনেতা। বলেন, ‘‘আমি আসলে বলতে চেয়েছিলাম, বিরোধীরা বিজেপিকে বিপজ্জনক বেল মনে করে। তবে এ ব্যাপারে মানুষই সিদ্ধান্ত নেবেন। একজনকে রুখতে যদি দশজনকে এরজনকে চড়াও হতে হয়, তাহলে আপনারাই ভাবুন কে বেশি শক্তিশালী।’’ তাহলে কি বিজেপিকে চটাতে চান না বলেই রাতারাতি মত পাল্টে ফেললেন রজনী? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
চলতি বছরের শুরুতে রাজনীতিতে পা রেখেছেন দক্ষিণী ছবির আর এক সুপারস্টার কমল হাসন। এককালে রজনীকান্তের কট্টর প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। তবে দু’জনের জোট বাঁধা নিয়ে জল্পনা শুরু হলে, কমল সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘‘ওঁর রং গেরুয়া হলে জোট কখনওই সম্ভব নয়।’’
আরও পড়ুন: পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত পুরীগামী ধৌলি এক্সপ্রেস
তবে বিজেপির সঙ্গে জোটের কথা উড়িয়ে দিয়েছেন রজনী। তাঁর দাবি, ‘‘অনেকেই বলে বেড়ায় বিজেপির ভরসাতেই নাকি এগোচ্ছি আমি। যা একেবারেই ঠিক নয়। ভগবান এবং মানুষের উপরই একমাত্র আস্থা আমার।’’
ইতিমধ্যেই নিজের দলের নাম ‘রজনী মক্কল মন্দ্রম’ ঘোষণা করেছেন রজনী। তবে নির্বাচনী প্রস্তুতি নিয়ে কিছু জানাননি। ১২ ডিসেম্বর তাঁর জন্মদিন। ওইদিনই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে আশা তাঁর অনুরাগীদের।