দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত তিন জঙ্গি। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের মধ্যে এক জনের দাদা আইপিএস। অন্য দিকে বাহিনী-জনতা সংঘর্ষের সময়ে আহত হয়েছেন দু’জন চিত্রসাংবাদিক-সহ পাঁচ জন। সংবাদমাধ্যমের উপরে হামলার অভিযোগে সরব হয়েছে কাশ্মীরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল।
পুলিশ জানিয়েছে, শোপিয়ানের শ্রীমাল গ্রামের কাছে একটি বাগিচায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে বাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। প্রথমে দুই জঙ্গি নিহত হয়। কিন্তু আরও জঙ্গির উপস্থিতির খবর থাকায় ফের তল্লাশি শুরু করে বাহিনী। শেষ পর্যন্ত সংঘর্ষে নিহত হয় তৃতীয় জঙ্গি। সংঘর্ষের খবর পেয়েই বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন স্থানীয়দের একাংশ। ছররায় আহত হন পাঁচ জন। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রসাংবাদিক ওয়াসিম ইনদ্রাবি ও রামিজ। পুলিশ জানায়, নিহতদের মধ্যে রয়েছে আইপিএস অফিসার ইনামুল হকের ভাই সামসুল।