National News

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চাইলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়

নিজের মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি ইন্দ্রাণীকে আইএনএক্স মামলায় রাজসাক্ষী হওয়ার আর্জি জানাতে কোনও আপত্তি তোলা হবে না বলে গত মে মাসেই জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে। শিনা বোরা খুনের ঘটনার তদন্তে রয়েছে সিবিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ১৭:৪৭
Share:

ইন্দ্রাণী মুখোপাধ্যায়। ছবি- পিটিআই

আইএনএক্স মিডিয়ার দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজসাক্ষী হতে চাইলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এই মর্মে ইন্দ্রাণীর আর্জি বৃহস্পতিবার গ্রহণ করল দিল্লি হাইকোর্ট। ওই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি। মামলার পরবর্তী শুনানি হবে ১১ জুলাই।

Advertisement

নিজের মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি ইন্দ্রাণীকে আইএনএক্স মামলায় রাজসাক্ষী হওয়ার আর্জি জানাতে কোনও আপত্তি তোলা হবে না বলে গত মে মাসেই জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে। শিনা বোরা খুনের ঘটনার তদন্তে রয়েছে সিবিআই।

ও দিকে, আইএনএক্স মিডিয়ায় দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ৪ কোটি টাকা পাওয়ার কথা থাকলেও কী ভাবে আইএনএক্স মিডিয়া কর্তৃপক্ষ বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০৫ কোটি টাকা পেয়েছিলেন। আর তার জন্য কী ভাবেই বা অনুমতি আদায় করেছিলেন ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের কাছ থেকে। ওই পরিমাণ অর্থ আইএনএক্স মিডিয়াকে পাইয়ে দিতে কী ভূমিকা ছিল কার্তি চিদম্বরমের, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। ওই সময় চিদম্বরমের সঙ্গে বৈঠকও হয়েছিল ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায়ের।

Advertisement

আরও পড়ুন- ফের নেতার ছেলের ‘গুন্ডাগিরি’ ইঞ্জিনিয়ারের মাথায় কাদাজল ঢাললেন কংগ্রেস বিধায়ক​

আরও পড়ুন- স্ত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে! পুলিশকে ভুয়ো খবর দিয়ে গ্রেফতার এক ব্যক্তি​

গত ফেব্রুয়ারিতে এ ব্যাপারে জেরা করা হয় চিদম্বরম ও কার্তিকে। পিটার, ইন্দ্রাণীর সঙ্গে তাঁর ওই সময়ের বৈঠক নিয়ে তখন জেরা করা হয় চিদম্বরমকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement