Ayodhya

‘মাহেন্দ্রক্ষণ এসে গিয়েছে’, আনন্দবাজার ডিজিটালের মুখোমুখি রাম মন্দিরের প্রধান পুরোহিত

বুধবারের ‘ভূমিপূজন’ অনুষ্ঠানে তাঁর যে কার্যত কোনও ভূমিকাই নেই সে কথা খোলাখুলি কবুল করলেন রামলালার প্রধান পুরোহিত!

অযোধ্যাবাসীকে টিভিতে ভূমিপুজো দেখার বার্তা রামলালার প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের— ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঈশানদেব চট্টোপাধ্যায়
অযোধ্যা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ১৬:২৫
Share:
Advertisement

রাত পোহালেই অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। অযোধ্যার রাম জন্মভূমিতে হবে মন্দির প্রতিষ্ঠার ভূমিপুজো। কিন্তু সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের আগে রামলালার মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের গলায় যেন কিছুটা বিষন্নতা। বুধবারের ‘ভূমিপূজন’ অনুষ্ঠানে তাঁর যে কার্যত কোনও ভূমিকাই নেই সে কথাও খোলাখুলি কবুল করলেন। কারণ, তিনি রামলালার মন্দিরের প্রধান পুরোহিত হলেও ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী থেকে আসা পূজারিরা।

তবে সত্যেন্দ্র বিশ্বাস করেন ১৯৪৯ সালের ২৩ ডিসেম্বর ওই বিতর্কিত কাঠামোয় রামলালা প্রকট হয়েছিলেন। সত্যেন্দ্রর গুরু অভিরাম দাস সেদিন রাতে গোপনে মূর্তি বসিয়ে দিয়ে এসেছিলেন বলে অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু সত্যেন্দ্র তাঁর বক্তব্যের সত্যতার ‘প্রমাণ’ দিতে সে সময়কার পুলিশকর্মী বরকত আলির উদাহরণ দিলেন নির্দ্বিধায়।

Advertisement

করোনা পরিস্থিতির জেরে নিয়ন্ত্রিত হয়েছে ভূমিপুজো অনুষ্ঠানের আতিশয্যে। সত্যেন্দ্র কিন্তু করোনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাঁর বিশ্বাস, কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার হবে, করোনাও নিয়ন্ত্রণে আসবে। তবে আগামীকাল অযোধ্যাবাসীকে ঘরে বসে টিভিতে ভূমিপুজো অনুষ্ঠান দেখারই পরামর্শ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: রামের নগরী যেন দুর্গের ঘেরাটোপে থাকা ‘পীতাম্বরী’ নববধূ

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement