Monalisa at Kumbh

‘মালা বিক্রি বন্ধ, সংসার চালাতে ধার করতে হচ্ছে’! কুম্ভ থেকে ফিরে মোনালিসা, কী বললেন অভিনয় প্রসঙ্গে

গত ২৩ জানুয়ারি প্রয়াগরাজ থেকে নিজের বাড়িতে ফিরে এসেছেন মোনালিসা। আচমকা কুম্ভমেলা থেকে উধাও হয়ে যাওয়ায় নেটপ্রভাবী এবং ইউটিউবারদের মধ্যে হুলস্থুল পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৬:০০
Share:

কুম্ভের ভাইরাল হওয়া তরুণী মোনালিসা। ফাইল চিত্র।

ইউটিউবার আর নেটপ্রভাবীদের জ্বালায় অতিষ্ঠ হয়ে কুম্ভমেলায় মালা বিক্রি লাটে উঠেছিল। মালা বিক্রি তো বন্ধই হয়ে গিয়েছে, শেষমেশ প্রয়াগরাজ ছেড়ে কার্যত পালিয়ে আসতে হয়েছে তাঁকে। মধ্যপ্রদেশের মহেশ্বরে নিজের বাড়িতে বসে আক্ষেপের সুর ঝরে পড়তে শোনা গেল কুম্ভে ভাইরাল হওয়া তরুণী মোনালিসার কণ্ঠে।

Advertisement

এক সংবাদমাধ্যমকে মোনালিসা জানান, সংসার চালানোর জন্য প্রয়াগরাজে মালা বিক্রি করতে গিয়েছিলেন তিনি এবং তাঁর পরিবারের লোকেরা। কিন্তু এক ইউটিউবারের সুবাদে রাতারাতি ভাইরাল হন তিনি। তাঁর সুন্দর চোখের জন্যই সমাজমাধ্যমে তোলপাড় পড়ে যায়। কিন্তু তাঁর এই সৌন্দর্য সংসারে বিপদ ডেকে এনেছে বলেই দাবি মোনালিসার। মালা বিক্রি তো বন্ধ হয়েই গিয়েছে, এখন সংসার চালাতে ধার করতে হচ্ছে।

গত ২৩ জানুয়ারি প্রয়াগরাজ থেকে নিজের বাড়িতে ফিরে এসেছেন মোনালিসা। আচমকা কুম্ভমেলা থেকে উধাও হয়ে যাওয়ায় নেটপ্রভাবী এবং ইউটিউবারদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। মোনালিসার খোঁজ চলতে থাকে। অবশেষে তাঁর সন্ধান পাওয়া যায় মহেশ্বরে। তবে কুম্ভ থেকে আসার পর বাড়ি থেকে বার হননি মোনালিসা। জানিয়েছেন, শরীরটাও ভাল যাচ্ছে না তাঁর। তাই বাড়ির বাইরে যাচ্ছেন না।

Advertisement

প্রস্তাব পেলে তিনি কি অভিনয় করবেন? যদিও তাঁর অভিনয়ে প্রস্তাব নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা রকম দাবি করা হচ্ছে। তবে তা নিয়ে খুব একটা ভাবছেন না মোনালিসা। অভিনয়ের সুযোগ পেলে তিনি তা করতে রাজি। তবে সে ক্ষেত্রে অবশ্যই পরিবারের সম্মতিকেই প্রাধান্য দিতে চান তিনি। পরিবার যদি সম্মতি দেয়, তবেই অভিনয় করবেন বলেও জানান মোনালিসা।

মোনালিসার বাবা জয় সিংহ ভোঁসলে জানিয়েছেন, বাড়ি ফিরে এসে ভাল লাগছে। কারণ প্রয়াগরাজে যে ভাবে কন্যাকে ছেঁকে ধরেছিলেন নেটপ্রভাবী আর ইউটিউবারের দল, তাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তবে তাঁদের থাকার জন্য সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছিল পুলিশ। কিন্তু থাকতে চাননি তাঁরা। অভিনয় করার জন্য প্রস্তাব এসেছিল বলে দাবি মোনালিসার বাবার। তবে তিনিও জানান, পরিবারের সবাই যদি এই কাজে রাজি হন, তা হলে মোনালিসা অবশ্যই অভিনয় করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement