Agra Accident

কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা! গাড়িকে পিষে দিল ট্রাক, দুই সন্তান-সহ দম্পতির মৃত্যু

রবিবার দুই সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে প্রয়াগরাজে গিয়েছিলেন ওমপ্রকাশ। সোমবার তাঁরা সকলে পুণ্যস্নান সারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৩:৩২
Share:
দুর্ঘটনায় দুমড়ে যাওয়া সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনায় দুমড়ে যাওয়া সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

কুম্ভমেলায় পুণ্যস্নান সেরে প্রয়াগরাজ থেকে দিল্লির বাড়িতে ফিরছিলেন এক দম্পতি। কিন্তু মাঝপথেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। মৃত্যু হয়েছে তাঁদের দুই সন্তানেরও। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ফতেহবাদের কাছে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন ওমপ্রকাশ সিংহ (৪২), স্ত্রী পূর্ণিমা (৩৪)। তাঁদের দুই সন্তান অহনা (১২) এবং বিনায়ক (৪)। বিহারের মোতিহারি জেলার বাসিন্দা ওমপ্রকাশ। কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। রবিবার দুই সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে প্রয়াগরাজে গিয়েছিলেন ওমপ্রকাশ। সোমবার তাঁরা সকলে পুণ্যস্নান সারেন।

প্রয়াগরাজে তার পর কিছু ক্ষণ সময় কাটিয়ে রাতের দিকে দিল্লির উদ্দেশে রওনা দেন ওমপ্রকাশেরা। দিল্লির উত্তমনগরের বাসিন্দা ওমপ্রকাশ। দিল্লি হাইকোর্টের আইনজীবী। আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার অমরদীপ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়ির গতি নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল। রাত হওয়ায় চালকের আসনে বসা ওমপ্রকাশের ঝিমুনি এসেছিল। ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি দুরন্ত গতিতে ডিভাইডার ধাক্কা খেয়ে শূন্যে উঠে পাশের লেনে আছড়ে পড়ে। সেই সময় দুরন্ত গতির একটি ট্রাকের নীচে পিষ্ট হয়ে যায় গাড়িটি।

Advertisement

গাড়িটি পুরো দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরেই চার জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে এর আগেও বেশ কয়েকটি ভয়ানক দুর্ঘটনা ঘটেঠে। গত বছরের নভেম্বরে একই পরিবারের ছ’জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ২০ জন। ডিসেম্বরে আট জনের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement