National news

অবসরে আইএনএস বিরাট, মিউজিয়াম নাকি লোহার দরে বিক্রি, কী হবে?

রাতের পর রাত জেগে আর পাহারা দিতে হবে না আইএনএস বিরাটকে। কারণ, সোমবার বিশ্বের সবচেয়ে পুরনো এই বিমানবাহী যুদ্ধজাহাজকে ‘ডিকমিশনড’ করার কথা ঘোষণা করবে ভারতীয় নৌসেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ১১:৪৭
Share:

ফাইল চিত্র।

রাতের পর রাত জেগে আর পাহারা দিতে হবে না আইএনএস বিরাটকে। কারণ, সোমবার বিশ্বের সবচেয়ে পুরনো এই বিমানবাহী যুদ্ধজাহাজকে ‘ডিকমিশনড’ করার কথা ঘোষণা করবে ভারতীয় নৌসেনা। বিকেল ৫টা নাগাদ মুম্বই ডক ইয়ার্ডে তার কাজের সমাপ্তি ঘোষণা করবেন ভারতীয় নৌসেনা প্রধান সুনীল লানবা। উপস্থিত থাকবেন ৩০ বছর ধরে আইএনএস বিরাটের সঙ্গে কাজ করা মোট ২২ জন কম্যান্ডারের মধ্যে ২১ জন।

Advertisement

তবে, অবসরের পরে আইএনএস বিরাটের ভাগ্যে কী রয়েছে তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। অন্ধ্রপ্রদেশ সরকার তাকে নিয়ে প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে মিউজিয়াম গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছে। কিংবা তাকে সমুদ্রের নীচে ডুবিয়ে রেখে পর্যটকদের দেখার ব্যবস্থাও করা যেতে পারে বলে সুনীল লানবা জানিয়েছেন। কিন্তু, এই দুই ক্ষেত্রেই বিপুল টাকা খরচ। নৌসেনা সূত্রে খবর, খরচ জোগাতে না পারলে বিরাট-এর ভবিষ্যৎ শেষমেশ সতীর্থ বিক্রান্ত-এর মতোই হতে চলেছে। সে ক্ষেত্রে পুরো এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারটিকে ভেঙে লোহা-লক্কড়ের ওজন দরে বেচে দেওয়া হবে।

আরও পড়ুন: গুপ্তচর নয় তো! সীমান্তে সাড়ে ৩ কোটির পতাকা উড়তে দেখে পাক-আশঙ্কা

Advertisement

এ বছরের মার্চে যে ২৭ হাজার ৮০০ টনের এই সুবিশাল রণতরীকে যে বাহিনী থেকে অবসর দেওয়া হবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement