India Lockdown

জুড়েছে হাত, বাড়ি ফিরলেন হরজিৎ

হরজিতের চিকিৎসক রমেশ শর্মার আশা, ঠিক ভাবে ফিজিওথেরাপি হলে ৪-৫ মাসের মধ্যে হরজিৎ একেবারে সুস্থ হয়ে উঠবেন।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ০১ মে ২০২০ ০৪:৩০
Share:

পাটিয়ালার বাড়িতে হরজিৎ সিংহ। বৃহস্পতিবার। পিটিআই

হাসপাতালে যখন তাঁকে নিয়ে আসা হয়েছিল, তরোয়ালের কোপে কাটা গিয়েছে একটি হাত। আর ১৮ দিন পরে আজ যখন চণ্ডীগড়ের হাসপাতাল থেকে বেরিয়ে এলেন পঞ্জাব পুলিশের এসআই হরজিৎ সিংহ, সেই হাত জোড়া লেগে গিয়েছে। উল্টে তাঁর হাতে রয়েছে পঞ্জাব পুলিশে ছেলের নিয়োগপত্র।

Advertisement

সকালেই টুইট করে খবরটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। হরজিৎকে সুস্থ করে তোলার জন্য চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনসটিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের (পিজিআইএমইআর) ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি। সঙ্গে আরও জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই হরজিতের হাতে তুলে দেওয়া হয়েছে পঞ্জাব পুলিশে ছেলের নিয়োগপত্র। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হরজিৎও। বলেছেন, ‘‘গোটা দেশের প্রার্থনার ফলেই এমন ঘটনা ঘটল। ডাক্তার আর স্বাস্থ্যকর্মীরা এমন ভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, যে মনে হচ্ছে হয়তো নিজের পরিবারের জন্যও এমনটা করতে পারব না।’’ আর পঞ্জাব পুলিশের ডিজি দীনকর গুপ্তের কথায়, ‘‘ভাবতেও পারিনি ১৮ দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন হরজিৎ। ডাক্তারেরা তাঁর জন্য যা করলেন, তাতে গোটা পুলিশ বাহিনী কৃতজ্ঞ।’’

হরজিতের চিকিৎসক রমেশ শর্মার আশা, ঠিক ভাবে ফিজিওথেরাপি হলে ৪-৫ মাসের মধ্যে হরজিৎ একেবারে সুস্থ হয়ে উঠবেন। হাত কাটা যাওয়ার আগে যে ভাবে কাজ করতেন, সেই সক্রিয়তার অন্তত ৯০ শতাংশ পর্যন্ত ফিরে পাবেন।

Advertisement

গত ১২ এপ্রিল পাটিয়ালা জেলায় লকডাউন ভেঙে একটি গাড়ি বাজারে ঢুকে পড়ায় বাধা দিয়েছিলেন হরজিৎ ও কয়েক জন পুলিশকর্মী। তখনই নিহাঙ্গ সম্প্রদায়ের কয়েক জন হামলা করে পুলিশের উপর। তরোয়াল দিয়ে হরজিতের হাত কেটে ফেলে তারা। এর পরেই পঞ্জাব পুলিশ #ম্যায়ভিহরজিৎ নাম দিয়ে প্রচার শুরু করে। পুলিশকর্মীরা নিজেদের ব্যাজে হরজিতের নাম লেখেন। ডিজি জানান, করোনা মোকাবিলার লড়াইয়ে প্রথম সারিতে থাকা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের উপর যাতে হামলা না হয়, মানুষকে সেটা বোঝানোই এই প্রচারের লক্ষ্য।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement