প্রতীকী ছবি।
বাংলাদেশের আর্থিক বিকাশের গ্রাফ ঊর্ধ্বমুখী। মাথাপিছু আয় বাড়ছে। ফলে বাংলাদেশ থেকে রোজগারের জন্য ঝুঁকি নিয়ে ভারতে ঢোকার কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই। তাই সে দেশ থেকে ভারতে অনুপ্রবেশও ঘটছে না বলে দাবি করলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ডিরেক্টর জেনারেল শরিফুল ইসলাম।
গুয়াহাটিতে চলা বিএসএফ-বিজিবির ৫১ তম ডিজি পর্যায়ে বৈঠক চলল পাঁচ দিন। বৈঠক শেষে আজ যৌথ সাংবাদিক সম্মেলনে বিজিবির ডিজি দাবি করেন, এখন বাংলাদেশিরা বৈধ নথি নিয়েই চিকিৎসা বা অন্যান্য কাজে ভারতে ঢোকেন। অনুপ্রবেশ বন্ধ। কারণ রোজগারের জন্য ভারতে আসার দরকার নেই বাংলাদেশিদের। বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনা সীমান্তে ঘটলেও তা নিয়ে চিন্তিত নয় বিজিবি। সীমান্তে দুই দেশেরই কড়া নজরদারি রয়েছে। বরং বাংলাদেশ থেকে বৈধ প্রমাণপত্র নিয়ে ঢোকার পরেও অসমে ২৫ জন মৎসজীবীকে আটকানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই তা নিয়েও বিজিবির মাথাব্যথা নেই বলে ইসলাম জানান।