সেনার সঙ্গে সংঘর্ষে নিহত চার জঙ্গি।—প্রতীকী ছবি।
কাশ্মীরে অনুপ্রবেশে বাধা পেয়ে সেনাবাহিনীর এক মেজর ও তিন জওয়ানকে গুলি করে মারল জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গিরও। আরও সেনাবাহিনী পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গুলির লড়াই।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে জঙ্গিদের ছয় থেকে আট জনের একটি দল লাইন অব কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। বন্দিপুরা জেলার গুরেজ সেক্টরে জঙ্গিদের উপস্থিতি বুঝতে পেরেই সতর্ক হয়ে যান নিরাপত্তাকর্মীরা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই মেজর ও তিন জওয়ানের মৃত্যু হয়।
পাল্টা গুলি চালাতে শুরু করেন কর্তব্যরত জওয়ানরা। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় জঙ্গিরা। শুরু হয় গুলিযুদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় একটি জঙ্গলের মধ্যে বাকি জঙ্গিরা লুকিয়ে পড়েছে। তাদের ঘিরে রেখেছেন সেনা জওায়নরা। তবে জঙ্গলের ভিতর থেকেই মাঝেমধ্যে জঙ্গিরা গুলি চালাচ্ছে বলে সেনা সূত্রে খবর। আরও সেনাবাহিনী চেয়ে পাঠানো হয়েছে। তবে সেনার তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: খাগড়াগড়-কাণ্ডের মূল মাথা বোমা মিজান গ্রেফতার বেঙ্গালুরুতে
আরও পড়ুন: ইন্দিরা গাঁধীর চোখ-কান ছিলেন তিনিই, কোন গোপন তথ্য জানতেন আর কে ধওয়ন?
সেনা সূত্রে জানা গিয়েছে, গুরেজ সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢোকার চেষ্টা চালাছে জঙ্গিরা। সোমবার রাত থেকেই জঙ্গিদের উপস্থিতি ও চলাফেরার সঙ্কেত পান বিএসএফ জওয়ানরা। সেনা কর্তাদের অনুমান, প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্যরা।