শিল্পের প্রতি তথা শিল্পপতিদের প্রতি বরাবরই ইতিবাচক সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কথায়। তেমন শিল্পপতিরাও তাঁর প্রতি বরাবর আনুগত্য দেখিয়েছেন। কিন্তু এ বার ঠিক উল্টো ঘটনা ঘটল। মোদীর প্রশংসা করে আসা শিল্পপতি রাহুল বজাজের মুখেই শোনা গেল উল্টো সুর। একটি টিভি চ্যানেলেন কাছে তিনি বললেন, ‘‘মোদী সরকারের ঔজ্জ্বল্য কমে গিয়েছে। এটা নরেন্দ্র মোদীর সরকার নয়।’’
বলেন, ‘‘২০১৪ সালে যে ভাবে বিপুল ভোট নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, তার নজির বিশ্বে খুব কমই রয়েছে। কিন্তু তার যথাযথ প্রয়োগ করতে পারলেন না তিনি। দিল্লি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটেই তার প্রমাণ মিলেছে।’’