India

Republic Day Celebration: তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি, সাধারণতন্ত্র দিবসে ১১ হাজার ফুট উচ্চতায় স্কি আইটিবিপি-র!

উত্তরাখণ্ডের অউলিতে বরফের কোলে আইটিবিপি ‘হিমবীর’- এর সাধারণতন্ত্র দিবস উদ্‌যাপনের ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১১:৪৬
Share:

১১ হাজার ফুট উচ্চতায় স্কী আইটিবিপি জওয়ানদের। ছবি: সোশ্যাল মিডিয়া

যে দিকে দু’চোখ যায়, শুধু বরফ আর বরফ। এখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সেই প্রবল ঠান্ডায় ১১ হাজার ফুট উচ্চতায় স্কি করছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)! উত্তরাখণ্ডের অউলিতে বরফের কোলে আইটিবিপি ‘হিমবীর’- এর সাধারণতন্ত্র দিবস উদযাপনের ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে।

Advertisement

আইটিবিপি-র একাধিক ভাইরাল ভিডিয়োর মধ্যে একটিতে দেখা যাচ্ছে সাদা বরফে ডাকা অউলিতে কালো পোশাকে স্কি করছেন জওয়ানরা। হাতে রয়েছে জাতীয় পতাকা।

আরেক ভিডিয়োয় দেখা যাচ্ছে, আইটিবিপি জওয়ানরা কুচকাওয়াজ করছেন বরফে ঘেরা লাদাখে। ৭৩তম সাধারণতন্ত্র দিবসের সকালে এই দুই ভিডিয়ো কার্যত ভাইরাল হয়েছে টুইটারে।

Advertisement

এ দিকে ৭৩তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়েছেন। টুইটার হ্যান্ডল থেকে মোদী লেখেন, ‘সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement