IndiGo

Flight: মাঝআকাশে আবারও বিমানে যান্ত্রিক ত্রুটি! করাচিতে নামানো হল হায়দরাবাদগামী উড়ান

যান্ত্রিক গোলযোগের কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করল ইন্ডিগোর শারজাহ-হায়দরাবাদগামী বিমান। ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ০৯:৫৬
Share:

প্রতীকী ছবি।

আবারও মাঝআকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি। ইন্ডিগোর বিমানকে পাকিস্তানের করাচিতে নামানো হল।

Advertisement

রবিবার ইন্ডিগোর শারজাহ-হায়দরাবাদ বিমানকে করাচির বিমানবন্দরে নামানো হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। যান্ত্রিক গোলযোগের জেরেই পাইলট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ঠিক কী গোলযোগ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই শারজাহ-হায়দরাবাদ বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।’ বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফেরাতে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হয়েছে।

Advertisement

গত দু’সপ্তাহে এ নিয়ে ভারতের দু’টি বিমান জরুরি কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করল। গত ৫ জুলাই দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের বিমান করাচি বিমানবন্দরে নেমেছিল। সে বারও যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement