সহ-পাইলটের দোষ ঢাকতে টানা ৪০ মিনিট ধরে যাত্রীদের মিথ্যে কথা বলে গেলেন পাইলট! শুধু তাই নয়, উল্টে দোষ চাপালেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের উপর।
গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই দিন চেন্নাই থেকে মাদুরাইগামী ৬ই-৮৫৯ ইন্ডিগো বিমানটির রওনা হওয়ার কথা ছিল সকাল পৌনে ১২টা নাগাদ। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা না ছাড়ায় যাত্রীদের মোবাইলে একটি টেক্সট মেসেজ পাঠানো হয়। সেখানে দেরির কারণ হিসাবে বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিগন্যাল না দেওয়ায় যাত্রা শুরু করতে দেরি হচ্ছে।
আরও পড়ুন: ৯১৫! কয়েনভুক কচ্ছপ
কিন্তু কিছু ক্ষণ পরেই আসল কারণ ধরা পড়ে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই বিমানে যাত্রী হিসাবে ছিলেন এটিসি-র এক জন কন্ট্রোলার। তিনি চেন্নাই বিমানবন্দরের এটিসিতে ফোন করেন। এটিসি-র তরফে জানানো হয়, এই রকম কোনও ঘটনা ঘটেনি। সব রকম ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে ওই বিমানকে।
এটিসি-র তরফে ওই বিমানে এক জন কর্মীকে পাঠানো হয়। তিনি গিয়ে আসল কারণ উদ্ধার করেন। দেখা যায়, ককপিটে সহ-পাইলটের আসন ফাঁকা। আর সেই কারণেই বিমান ছাড়তে দেরি করছেন চালক। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ ওই বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে। পরে যাত্রীদের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়ে নেন অভিযুক্ত পাইলট। বিমান সংস্থার তরফেও ওই পাইলটকে সতর্কবার্তা দেওয়া হয়।