Kangana Ranaut

কঙ্গনার ছবিতে বাধা নিয়ে প্রতিক্রিয়া দিল্লির

ছবি চলাকালীন সিনেমা হলে হামলা চালিয়ে প্রদর্শন বন্ধ রাখতে বাধ্য করছে ব্রিটেনে বসবাসকারী শিখদের সংগঠনগুলি, যার সামনের দিকে রয়েছে মূলত খলিস্তানপন্থীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৯:০৫
Share:

‘ইমার্জেন্সি’ ছবির দৃশ্যে কঙ্গনা রানাওয়ত। —ফাইল চিত্র।

কঙ্গনা রানাওয়ত অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবির প্রদর্শন নিয়ে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ চলছে ব্রিটেনে। অভিযোগ, বিভিন্ন সিনেমা হলে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে খলিস্তানপন্থীরা। ছবি চলাকালীন সিনেমা হলে হামলা চালিয়ে প্রদর্শন বন্ধ রাখতে বাধ্য করছে ব্রিটেনে বসবাসকারী শিখদের সংগঠনগুলি, যার সামনের দিকে রয়েছে মূলত খলিস্তানপন্থীরা।

Advertisement

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সকলেরই বাক্‌স্বাধীনতার অধিকার রয়েছে। এ রকম ঘটনা বরদাস্ত করা হবে না। যে বা যারা তাণ্ডবের সঙ্গে যুক্ত, তাদের জবাবদিহি করতে হবে। ব্রিটেনের সরকারও তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে বলেই আশা রাখছি।” রণধীরের কথায়, “আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি, ব্রিটেনে ‘ইমার্জেন্সি’ দেখানোর সময়ে প্রদর্শন বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারত-বিরোধী কিছু লোক এই ধরনের তাণ্ডবে উৎসাহ-উস্কানি দিচ্ছে, যা নিয়ে সে দেশের সরকার-প্রশাসন আশা করি ব্যবস্থা নেবে।” মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় হাই কমিশন ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement