Indian Navy

পাকিস্তানি নাগরিকের প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা, মাঝসমুদ্রে তিন ঘণ্টা ধরে করা হল অস্ত্রোপচার

মাছ ধরার নৌকায় কাজ করার সময়ে আহত হন এক পাকিস্তানি নাগরিক। প্রচুর রক্তক্ষরণও হয়ে গিয়েছিল তাঁর। খবর পেয়ে দ্রুত ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে ভারতীয় নৌসেনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ২০:০০
Share:

সামনে মৎস্যজীবীদের ট্রলার এবং পিছনে ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস ত্রিকাণ্ড। ছবি: এক্স।

পাকিস্তানি নাগরিকের প্রাণ বাঁচালেন ভারতীয় নৌসেনার জওয়ানেরা। আরব সাগরে একটি মাছ ধরার নৌকায় (ট্রলার) গুরুতর আহত হয়েছিলেন ওই ব্যক্তি। ট্রলারে ইঞ্জিনে কাজ করার সময়ে শরীরের একাধিক হাড়ে চিড় ধরেছিল। প্রচুর রক্তক্ষয়ও হয়ে গিয়েছিল। ওই আহত পাকিস্তানি নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করেন ভারতীয় নৌসেনার আইএনএস ত্রিকাণ্ডের জওয়ানেরা।

Advertisement

রবিবার নৌসেনা জানিয়েছে, গত শুক্রবার একটি ইরানি মাছ ধরার নৌকা আল ওমেদি যোগাযোগ করে আইএনএস ত্রিকাণ্ডের সঙ্গে। ওই ইরানি ট্রলারেই কাজ করছিলেন পাকিস্তানি নাগরিক। নৌসেনার জাহাজের কাছে ওই ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়। জানানো হয়, ট্রলারের ওই কর্মী ইঞ্জিনে কাজ করার সময় আঙুলে গুরুতর চোট পেয়েছেন। তাঁকে ইরানমুখী অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়েছে। সেই তথ্য পেয়ে আইএনএস ত্রিকাণ্ড দ্বিতীয় ট্রলারে পৌঁছে যায়। সেখানে জখম পাকিস্তানি নাগরিক-সহ ১১ জন পাকিস্তানি ছিলেন। তাঁদের মধ্যে ৯ জন বালোচ। আহত পাকিস্তানি নাগরিকও একজন বালোচ।

ভারতীয় নৌসেনার কমান্ডো দল মার্কোসের জওয়ানদের সঙ্গে নিয়ে আইএসএন ত্রিকাণ্ডের মেডিক্যাল অফিসার ওই মাছ ধরার ট্রলারে যান। ওই পাকিস্তানি নাগরিকের চিকিৎসা করা হয় সেখানেই। প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নৌসেনার জওয়ানেরা এই সাহায্য না-করলে ওই ব্যক্তির আঙুল সম্পূর্ণ বাদ দিতে হত। ক্ষত স্থানে গ্যাংগ্রিন হওয়ারও সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন নৌসেনার এক মুখপাত্র। অস্ত্রোপচারের পরে ওই জখম পাকিস্তানি নাগরিককে অ্যান্টিবায়োটিক এবং অন্য ওষুধও দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement