সাংবাদিকের রহস্য-মৃত্যু ঘিরে চাঞ্চল্য

সন্দীপের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মধ্যপ্রদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, তিনি যে খুন হতে পারেন, সে কথাও পুলিশকে জানিয়েছিলেন। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সিবিআই তদন্তের দাবি তুলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ভিন্দ শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৩:৪০
Share:

সন্দীপ শর্মা।

বালির অবৈধ খাদান নিয়ে খবর করছিলেন। এই দুর্নীতিতে মদত দেওয়ার জন্য অভিযোগ এনেছিলেন এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ভিন্দের সেই সাংবাদিক সন্দীপ শর্মার উপর দিয়েই আজ সকালে চলে গেল একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩৫ বছরের সাংবাদিকের।

Advertisement

সন্দীপের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মধ্যপ্রদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, তিনি যে খুন হতে পারেন, সে কথাও পুলিশকে জানিয়েছিলেন। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সিবিআই তদন্তের দাবি তুলেছেন। চাপের মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও আশ্বাস দিয়েছেন, দোষী কাউকেই ছাড়া হবে না। সাংবাদিকের মৃত্যু-রহস্য খুঁজতে বিশেষ তদন্তকারী দল গড়া হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। দেখা যাচ্ছে, সকালে ওই সাংবাদিক রাস্তার এক পাশ দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছেন। সেই সময়ে পিছন থেকে একটি ফাঁকা ট্রাক গতিপথ বদলে ধাক্কা মারছে তাঁকে। ট্রাকটিকে পরে আটক করেছে পুলিশ। ড্রাইভার পলাতক। তার খোঁজ চলছে।

Advertisement

আরও পড়ুন: ভারতের আকাশে ফের চিনা কপ্টার

একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের জন্য কাজ করতেন সন্দীপ। ভিন্দ জেলার বালির খাদানের দুর্নীতির কথা তুলে ধরতে গিয়ে অভিযুক্ত পুলিশ অফিসারের সঙ্গে তাঁর কথোপকথনের স্টিং অপারেশন সামনে এনেছিলেন তিনি। পরে ওই অফিসার বদলি হন।

সন্দীপের মৃত্যুর ঘটনাকে ‘সন্দেহজনক’ আখ্যা দিয়ে তদন্তের দাবি তুলেছে স্থানীয় সাংবাদিকদের সংগঠন। গত কালই বিহারে গাড়ির ধাক্কায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক সাংবাদিকের। সেখানেও খুনের অভিযোগ উঠেছে। তার পরেই মধ্যপ্রদেশের ঘটনা জাতীয় স্তরেও আলোড়ন ফেলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement