রাজনাথ সিংহ। ফাইল ছবি
কৃষকদের সঙ্গে আলোচনা করে অচলাবস্থা কাটাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকেও আসরে নামিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে আলোচনায় লাভ হয়নি। যদিও এখনও সমাধানে আশাবাদী রাজনাথ সিংহ বলছেন, “কৃষকরা কখনই ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এমন কিছু করবেন না যাতে অনুষ্ঠানের ক্ষতি হয়।”
এমনিতেই এ বারের ২৬ জানুয়ারীর অনুষ্ঠান করোনার কারণে আকারে অনেকটাই ছোট। তার পর রয়েছে ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে কৃষকদের ট্র্যাক্টর মিছিল করার হুঙ্কার। এই বিষযে প্রশ্ন করা হলে রাজনাথ বলেন, “আমাদের দেশের কৃষকরা প্রথম থেকেই যথেষ্ট গঠনমূলক ভাবভঙ্গি বজায় রেখেছেন। বাকিটা এখনও আলোচনাসাপেক্ষ।’’
বিরোধীরা বার বার অভিযোগ করছেন, কৃষি আইন দেশে জোর করে পাশ করানো হয়েছে। উত্তরে রাজনাথ জানিয়েছেন, “আমরা কৃষকদের সঙ্গে ৮ বারের মতো কথা বলেছি। যে আইনের কথা বলা হচ্ছে সেটি আজ নয়ত কাল, বদল হতই। তাই এখন যদি কৃষকদের এই আইনের কোনও ধারা সম্পর্কে প্রশ্ন থাকে, তা হলে সেটা নিয়ে সরকারকে আবেদন করলেই সরকার আলাদা প্রস্তাবনা এনে আইনে বদল আনবে।’’
সম্প্রতি শীর্ষ আদালতে এই আইন বিষয়ে একাধিক মামলা হয়েছে। সেই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করার কথা বলেছে। ৪ সদস্যের সেই দল কৃষকদের সঙ্গে কথা বলবেন। যদিও সেই কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষকরা। কমিটিতে শুধু কৃষি আইনের সমর্থকরা রয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরত কৃষকরা। সেই দাবির উত্তরে রাজনাথের জবাব, “কৃষকদের উচিত এই কমিটিকে কাজ করার সুযোগ দেওয়া। তার পর কমিটির কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে কৃষকরা প্রশ্ন তুলতেই পারবেন।’’
আরও পড়ুন: গণধর্ষণ, পুড়িয়ে খুন বিহারে
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ভরসার খোঁজে, নজরে সিগন্যাল