India slams Pakistan

পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ বলে বিঁধল ভারত! রাষ্ট্রপুঞ্জের বক্তৃতায় সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ দিল্লির

সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াল ভারত। রাষ্ট্রপুঞ্জের এক আলোচনাসভায় পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ বলে নিশানা করল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১০:১৩
Share:
রাষ্ট্রপুঞ্জে ভারতীয় দূত যোজনা পটেল।

রাষ্ট্রপুঞ্জে ভারতীয় দূত যোজনা পটেল। —ফাইল চিত্র।

সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ফের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত। পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ (রোগ স্টেট) বলেও সমালোচনায় বিঁধেছেন দিল্লির প্রতিনিধি। রাষ্ট্রপুঞ্জে ভারতীয় দূত যোজনা পটেল জানান, ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার পরে পহেলগাঁওয়ের জঙ্গি হানাতেই সবচেয়ে বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পরে বিশ্বের বিভিন্ন দেশ যে ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং ভারতের প্রতি সংহতির বার্তা দিয়েছে, সে কথাও উল্লেখ করেন তিনি।

Advertisement

ভারতের অভিযোগ, পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানি জঙ্গিরা জড়িত। পাকিস্তান যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবং তৃতীয় পক্ষকে দিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের দাবি তুলেছে। বস্তুত, আমেরিকা-সহ বিভিন্ন দেশ ইতিমধ্যে পহেলগাঁওয়ে জঙ্গিহানার নিন্দায় সরব হয়েছে। তবে ভারত যে পাকিস্তানি জঙ্গিযোগের দাবি তুলেছে, সেই নিয়ে আমেরিকার বা অন্য কোনও তৃতীয় দেশ কোনও মন্তব্যই করেনি। জঙ্গিহানার নিন্দা জানালেও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোনও দেশ প্রকাশ্যে সরব হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিশানা করে ফের সরব হল ভারত।

পটেল বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি জঙ্গিহানার পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা এবং সরকার যে দৃঢ় সমর্থন এবং সংহতি জানিয়েছে, ভারত তার প্রশংসা করছে এবং মূল্য দিচ্ছে। আন্তর্জাতিক মঞ্চ যে সন্ত্রাসবাদের প্রতি কোনও নমনীয় মনোভাব দেখাবে না, এটি তারই প্রমাণ।” রাষ্ট্রপুঞ্জের ‘ভিক্টিম্‌স অফ টেররিস্ট অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক’ বা ‘ভোটান’ মঞ্চের প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনাসভায় বক্তৃতা করছিলেন পটেল। সেখানে ভারতকেও ‘ভিন্‌দেশের সন্ত্রাস’-এর শিকার বলে বর্ণনা করেন তিনি।

Advertisement

বক্তৃতার একটি পর্যায়ে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেন ভারতীয় দূত। পাক প্রতিরক্ষামন্ত্রীর ওই মন্তব্যের কথা উল্লেখ করে পটেল জানান, জঙ্গিগোষ্ঠীগুলিকে সমর্থন করার পাকিস্তানের ইতিহাস সম্পর্কে সেটি একটি ‘খোলা স্বীকারোক্তি’। তিনি বলেন, “জঙ্গিগোষ্ঠীগুলিকে পাকিস্তানের সমর্থন, প্রশিক্ষণ এবং আর্থিক মদতের ইতিহাস স্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এবং গোটা বিশ্ব সেই কথা শুনেছে। এই প্রকাশ্য স্বীকারোক্তি কাউকে অবাক করে না। পাকিস্তান যে বিশ্বব্যাপী সন্ত্রাসে ইন্ধন জোগাচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করছে, তা বেআব্রু হয়ে গিয়েছে। এটি পাকিস্তানকে অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে তুলে ধরেছে।” রাষ্ট্রপুঞ্জের ভারতীয় দূত আরও জানান, এই ঘটনার থেকে বিশ্ব আর চোখ ফিরিয়ে থাকতে পারবে না।

ভারত-পাক সম্পর্কের অবনতি হতেই ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করছে নয়াদিল্লি। পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি স্থগিত করে দেওয়া হয় ৬৫ বছরের পুরনো সিন্ধু জলচুক্তি। বন্ধ করে দেওয়া হয় অটারী-ওয়াঘা সীমান্ত। পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেয় নয়াদিল্লি। পরের দিনই, অর্থাৎ গত বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর ভারতের বিরুদ্ধেও পাল্টা বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করে পাকিস্তান। তারা হুঁশিয়ারি দেয়, জলপ্রবাহ বন্ধ করা হলে সেটিকে ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। পাকিস্তান আরও দাবি করে, শিমলা চুক্তি স্থগিত করারও অধিকার রয়েছে তাদের। বস্তুত, ১৯৭২ সালে এই শিমলা চুক্তির মাধ্যমেই কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা তৈরি হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement