বরফে ঢেকেছে নাথুলা যাওয়ার রাস্তা। শনিবার। —নিজস্ব চিত্র।
ভারী তুষারপাতের রাস্তায় আটকে পড়া প্রায় ১৫০০ জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা। শুক্রবার তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় সিকিমের জওহরলাল নেহরু রোড। কমে যায় দৃশ্যমানতা। সন্ধের মধ্যে ওই রাস্তার বিভিন্ন জায়গায় আটকে পড়ে পর্যটক নিয়ে ফেরা ৩০০টি গাড়ি। বিবৃতিতে সেনা জানায়, নাথু লা-সমগো লেক থেকে পর্যটকদের নিয়ে ফিরছিল গাড়িগুলি।
শুক্রবার থেকেই উদ্ধারকাজ শুরু করে সেনা। তাদের তরফে জানান হয়েছে, ওই রাতেই দেড় হাজার পর্যটককে উদ্ধার করে ১৭ মাইল এলাকায় সেনা ছাউনিতে আনা হয়। তাঁদের খাবার, গরম জামা এবং ওষুধ দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে শিশু ও বৃদ্ধও ছিলেন বলে জানিয়েছে সেনা। বরফ সরানোর জন্য শুক্রবার রাত থেকেই সেনার তরফে বুলডোজ়ার ইত্যাদি দিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, শনিবার সকাল থেকে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন গ্যাংটকের দিকে। ১০ ডিসেম্বরও নাথু লা এবং ছাঙ্গুতে বরফ পড়েছিল। তখন পর্যটক আটকে পড়ার ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: মোবাইলে আসা ওটিপি দিলে তবেই উঠবে এটিএম থেকে টাকা, ১ জানুয়ারি থেকে নয়া নিয়ম
শুক্রবারের ওই ঘটনার পরে শনিবার থেকে ছাঙ্গুতে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। সিকিম প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি দেখে রাস্তা খোলা হবে। আগামী কয়েক দিন বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা না-থাকলেও নতুন বছরের শুরু থেকেই সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ফের বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।