Pakistani Airspace

পাকিস্তানি আকাশসীমায় ঢোকা নিষেধ, আন্তর্জাতিক উড়ানের খরচ বাড়ল বিমানসংস্থাগুলির

পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় উড়ান সংস্থাগুলির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ফলে দিল্লি এবং উত্তর ভারতের অন্য শহরগুলি থেকে বেশ কিছু আন্তর্জাতিক বিমানকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২০:১৪
Share:
উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় উড়ান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ  করেছে পাকিস্তান।

উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় উড়ান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। — প্রতীকী চিত্র।

ভারতীয় উড়ান সংস্থাগুলিকে আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন শহর থেকে ওড়া আন্তর্জাতিক বিমানগুলিকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। কোনও কোনও বিকল্প উড়ানপথে দেড় ঘণ্টা পর্যন্ত বেশি সময় লেগে যাচ্ছে। জ্বালানি বেশি খরচ হচ্ছে। এর ফলে খরচও বৃদ্ধি পাচ্ছে উড়ান সংস্থাগুলির। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রায় ৭৭ কোটি টাকা সাপ্তাহিক খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের হিসাবে প্রায় ৩০৬ কোটি টাকা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী সময়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের অভিযোগ, জঙ্গিহানায় সীমান্তপারের যোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান উভয়েই একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে। তার মধ্যে অন্যতম হল ভারতীয় উড়ান সংস্থাগুলিকে নিজেদের আকাশসীমায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর ফলে দিল্লি এবং উত্তর ভারতের শহরগুলি থেকে আন্তর্জাতিক বিমানকে বিকল্প পথে যাতায়াত করতে হবে।

বাণিজ্যিক উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, উত্তর আমেরিকা যাওয়ার বিমানে সাধারণত ১৬ ঘণ্টা সময় লাগত। সে ক্ষেত্রে বিকল্প পথে যাতায়াতে আরও দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এই অতিরিক্ত দেড় ঘণ্টা সময়ের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা খরচ হবে। একই ভাবে ইউরোপ যাওয়ার যে বিমানে আগে ৯ ঘণ্টা সময় লাগত, সেই যাত্রাপথেও প্রায় দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এর জন্য প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা বেশি খরচ হতে পারে উড়ান সংস্থাগুলির। আবার পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের বিমানে প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে। এর জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা।

Advertisement

পিটিআই অনুসারে, উত্তর ভারতের শহরগুলি থেকে প্রতি সপ্তাহে ৮০০-র কিছু বেশি বিমান উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করে। মাসের হিসাবে উড়ানের সংখ্যাটি ৩১০০-র সামান্য বেশি। এর মধ্যে প্রায় ১৯০০টি বিমান পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করে। ৪৫ মিনিট অতিরিক্ত সময়ের ৫ লক্ষ টাকার হিসাবে পশ্চিম এশিয়ায় যাতায়াত করা ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট খরচ হবে ৯০ কোটি টাকা। যদিও এই অতিরিক্ত খরচের হিসাব চূড়ান্ত নয়। অতিরিক্ত জ্বালানি খরচ এবং অতিরিক্ত সময়ের ভিত্তিতে এটি একটি আনুমানিক হিসাবের বিশ্লেষণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement