লশকর কমান্ডার ফারুক আহমেদ। —ফাইল চিত্র।
পহেলগাঁও কাণ্ডের তদন্তে নেমে নতুন তথ্য হাতে পেলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকেরা। এনআইএ সূত্রে খবর, পহেলগাঁও হামলার অন্যতম চক্রী ছিল লশকর-এ-ত্যায়বার কমান্ডার ফারুক আহমেদ। বর্তমানে এই লশকর কমান্ডার পাক অধিকৃত কাশ্মীরে আত্মগোপন করে রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এনআইএ সূত্রে এ-ও জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বসেই পহেলগাঁও হামলার ছক কষেছিল ফারুক। গত দু’বছর ধরে ‘স্লিপার সেল’ তৈরি করে এই লশকর কমান্ডার কাশ্মীরে একাধিক নাশকতামূলক কাজের পরিকল্পনা করেছিল বলেও তদন্তে উঠে এসেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকার অলিগলি হাতের তালুর মতো চেনে লশকর কমান্ডার ফারুক। পাকিস্তানের অন্তত তিনটি সেক্টর থেকে জঙ্গিদের কাশ্মীরে ঢোকানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে একাধিক বার পাকিস্তানে গিয়েছে সে। ইতিমধ্যেই কুপওয়ারা জেলায় ফারুকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তার কয়েক জন সঙ্গীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।