চারটি অ্যাপাচে হেলিকপ্টার পেল বায়ুসেনা, আগামী সপ্তাহে আসছে আরও চার

বায়ুসেনা সূত্রের খবর, তার পর এই চারটি কপ্টারই পঠানকোটের ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০০:৪৩
Share:

ভারতীয় বায়ুসেনা মার্কিন সংস্থা বোয়িংয়ের কাছ থেকে চারটি অ্যাপাচে হেলিকপ্টার পেল শনিবার। আগামী সপ্তাহে আরও চারটি যুদ্ধ-কপ্টার পাওয়ার কথা রয়েছে ভারতের।

Advertisement

বায়ুসেনা সূত্রের খবর, তার পর এই চারটি কপ্টারই পঠানকোটের ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। মোট ২২টি অ্যাপাচে কেনার জন্য ২০১৫ সালে আমেরিকা এবং বোয়িং সংস্থার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছিল নয়াদিল্লি।

দু’বছর পর প্রতিরক্ষা মন্ত্রক তাতে যুদ্ধ-সরঞ্জাম যুক্ত করার বিষয়টিও অনুমোদন করে। আগামী বছরের মধ্যে ২২টি কপ্টারই ভারত পাবে বলে বোয়িং সূত্রে জাননো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement