জয়শঙ্কর বললেন, ভারত বরাবর শ্রীলঙ্কার পাশে রয়েছে।
আরও একবার শ্রীলঙ্কার পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া রাজাপক্ষের ইস্তফার দাবিতে উত্তাল দ্বীপরাষ্ট্র। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, ভারত বরাবর শ্রীলঙ্কার পাশে রয়েছে।
তিন দিনের কেরল সফরে গিয়েছেন এস জয়শঙ্কর। রবিবার তিরুঅনন্তপুরমে তিনি বলেন, ‘‘আমরা বরাবর শ্রীলঙ্কার পাশে। আমরা তাঁদের সাহায্যের চেষ্টা করছি। নাগরিকরা এখন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের দেখতে হবে, ওঁরা কী করেন।’’
সাংবাদিকরা ‘শরণার্থী সমস্যা’র প্রসঙ্গ তোলেন। প্রশ্ন করেন, শ্রীলঙ্কার নাগরিকরা কি এদেশে আশ্রয় পাবেন? সমস্যার কথা উড়িয়ে জয়শঙ্কর বলেন, ‘‘এখন আপাতত কোনও শরণার্থী সমস্যা নেই।’’
রবিবার শ্রীলঙ্কা নিয়ে বিবৃতি দিল ভারতীয় বিদেশ মন্ত্রকও। জানাল, ‘শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত। গণতান্ত্রিক নীতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পরিকাঠামোর মাধ্যমে শ্রীলঙ্কার মানুষ দেশের আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের পথ বুঝে নিতে চাইছেন।’
গত কয়েক মাস ধরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বিক্ষোভের সূত্রপাত সেই থেকেই। এই পরিস্থিতিতে ৩৮০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ১৪৫ কোটি টাকা) ঋণ দিয়েছে ভারত। রবিবার বিবৃতি দেওয়ার সময় সেই প্রসঙ্গও মনে করাল বিদেশ মন্ত্রক। জানাল, ‘ভারত হল শ্রীলঙ্কার নিকটতম পড়শি দেশ। আমাদের দুই দেশের নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ যোগ রয়েছে।’
বিশেষজ্ঞ মহলের মত, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে সাবধানী পদক্ষেপই করতে চায় দিল্লি। রবিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বললেন, ‘‘শ্রীলঙ্কা এবং তার নাগরিকরা যে পরিমাণ চ্যালে়ঞ্জের মুখে রয়েছেন, তা আমরা জানি। এই কঠিন সময় কাটিয়ে ওঠার যে চেষ্টা তাঁরা করছেন, তাতে আমরা পাশে রয়েছি।’’