প্রতীকী ছবি।
দেশীয় সংস্থাগুলিকে ‘সুবিধা পাইয়ে দিতে’ ১২ হাজারের কমদামি চিনা স্মার্টফোনে কি নিষেধাজ্ঞা চাপবে? সেগুলি বিক্রিতে চিনা সংস্থার উপরে কি নানা বিধিনিষেধ আরোপ করবে কেন্দ্রীয় সরকার? সূত্রের দাবি, নরেন্দ্র মোদী সরকার এমন পদক্ষেপ করতে পারে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।
সস্তার চিনা মোবাইলে সরকারি কোপ পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শাওমি-সহ চিনের বেশ কয়েকটি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। কারণ, কমদামি স্মার্টফোনের ভারতীয় বাজারের অনেকটাই তাঁদের দখলে। স্মার্টফোন বাজারের খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল সংস্থা কাউন্টারপয়েন্টের দাবি, চলতি বছরের জুন পর্যন্ত ভারতে বিক্রি হওয়া মোবাইলের এক-তৃতীয়াংশই ১২ হাজার টাকার কমদামি। তাতে ৮০ শতাংশই শাওমির মতো বেশ কিছু চিনা সংস্থার দখলে রয়েছে। এর জেরে মাইক্রোম্যাক্স এবং লাভার মতো দেশীয় সংস্থা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে দাবি। অথচ শাওমি-সহ বেশ কয়েকটি চিনা সংস্থা এ দেশে পা রাখার আগে দেশের স্মার্টফোনের বাজারের অর্ধেকই দখলে রেখেছিল মাইক্রোম্যাক্স এবং লাভার মতো দেশীয় সংস্থাগুলি।
সস্তার চিনা স্মার্টফোন বিক্রিতে কি সরকারি কোপ পড়বে? এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি দেশের প্রযুক্তি মন্ত্রক। অন্য দিকে, মুখে কুলুপ এঁটেছে শাওমি, রিয়েলমি বা ট্রানজিশনের মতো চিনা সংস্থাগুলিও।