India on Pakistan's Waqf Remark

আমাদের বিষয়ে নাক না গলিয়ে সংখ্যালঘুর অধিকারে নিজেদের রেকর্ড খতিয়ে দেখুন! ওয়াকফ নিয়ে পাকিস্তানকে বার্তা ভারতের

সম্প্রতি পাকিস্তানের বিদেশ দফতরের একজন মুখপাত্র অভিযোগ করেছিলেন যে, সংশোধিত ওয়াকফ আইন আনার মাধ্যমে ভারতীয় মুসলিমদের মসজিদ এবং মাজার-সহ তাঁদের সম্পত্তি থেকে ‘উচ্ছেদ’ করার প্রচেষ্টা চলছে। ওই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:৩৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানের সমালোচনার কড়া ভাষায় নিন্দা করল ভারতের বিদেশ মন্ত্রক। নয়া এই আইন সম্পর্কে পাকিস্তানের মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি, এও জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার প্রতিবেশী দেশটির নেই।

Advertisement

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘ভারতের সংসদে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ আইন সম্পর্কে পাকিস্তানের এই উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন মন্তব্যকে আমরা দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার পাকিস্তানের নেই।’’ পাশাপাশি, রণধীর বলেন, ইসলামাবাদের উচিত অন্যদের বিষয়ে নাক গলানোর পরিবর্তে সংখ্যালঘুর অধিকার রক্ষায় তাদের নিজেদের ‘নিকৃষ্টতর’ রেকর্ড খতিয়ে দেখা।

সম্প্রতি পাকিস্তানের বিদেশ দফতরের একজন মুখপাত্র অভিযোগ করেছিলেন যে, সংশোধিত ওয়াকফ আইন আনার মাধ্যমে ভারতীয় মুসলিমদের মসজিদ এবং মাজার-সহ তাদের সম্পত্তি থেকে ‘উচ্ছেদ’ করার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, ‘‘আমাদের দৃঢ় বিশ্বাস, এই আইন ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের লঙ্ঘনকারী।’’ পাকিস্তানের বিদেশ দফতরের ওই মুখপাত্র আরও বলেন, ‘‘আমাদের গুরুতর আশঙ্কা রয়েছে যে, এই আইনের ফলে ভারতীয় মুসলিমদের আরও প্রান্তিক করে দেওয়া হবে।’’ ওই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement