COVID-19

Covid Update India: দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা কমে আড়াই লাখের কাছাকাছি, কমল সংক্রমণের হারও

গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মোট ৬২৭ জনের মৃত্যু হয়েছে, যা বৃহস্পতিবারের তুলনায় বেশি। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৫৭৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১১:০৪
Share:

কমল দৈনিক সংক্রমণের হার। গ্রাফিক: শৌভিক দেবনাথ

মঙ্গলবার থেকেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষের নীচে। সেই ধারা অব্যাহত থাকল শুক্রবারও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে দু’লক্ষ ৫১ হাজার ২০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘন্টায় ১২.৩ শতাংশ হ্রাস পেয়েছে। খানিকটা উদ্বেগ কমেছে দৈনিক সংক্রমণের হারেও। বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ১৯.৫৯ শতাংশ। শুক্রবার তা কমে হল ১৫.৮৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হারও সামান্য কমে হল ১৭.৪৭ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনার কারণে দেশে মোট ৬২৭ জনের মৃত্যু হয়েছে, যা বৃহস্পতিবারের তুলনায় বেশি। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৫৭৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি করোনা আক্রান্তের দেশ আমেরিকা। এর পরই স্থান রয়েছে ভারতের। ভারতে এখনও পর্যন্ত মোট চার কোটি ছ’লক্ষ ২২ হাজার ৭০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৫.১৮ শতাংশ। দেশে এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষের উপরে। দেশ জুড়ে সুস্থতার হার সামান্য বেড়ে হল ৯৩.৬ শতাংশ, যা বৃহস্পতিবার পর্যন্ত ৯৩.৩৩ শতাংশ ছিল।

Advertisement

এখনও পর্যন্ত দেশে মোট ১৬৪ কোটি ৪৪ লক্ষ ৭৩ হাজার ২১৬ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় মোট টিকা প্রাপকের সংখ্যা ৫৭ লক্ষ ৩৫ হাজার ৬৯২ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অন্তত ৭২ শতাংশ সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সিদের মধ্যেও প্রায় ৫৪ শতাংশ কোভিডের প্রথম টিকা পেয়েছে।

শুক্রবার নতুন করে ৬২৭ জনের মৃত্যু হওয়ার পরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার লক্ষ ৯২ হাজার ৩২৭ জন।

গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তদের মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। কেরলে গত ২৪ ঘন্টায় মোট ৫১ হাজার ৭৩৯ জন আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement