India Lockdown

বান্দ্রার পর এ বার শ্রমিক বিক্ষোভ সুরতেও

সুরতে কমপক্ষে ১২ লাখ ভিন্‌ রাজ্যের শ্রমিক বসবাস করেন। বেশির ভাগই বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০৪:৫০
Share:

সুরতের ভারাচ্ছা এলাকায় জড়ো হয়েছেন ভিন্ রাজ্যের কয়েকশো শ্রমিক।—ছবি পিটিআই।

নিজ নিজ রাজ্যে ফেরার জন্য শ্রমিকদের ভিড়ে উপচে পড়া মুম্বইয়ের বান্দ্রা স্টেশনের ছবি গত কাল দেখেছে গোটা দেশ। একই দাবিতে ওই দিন সন্ধেয় ফের উত্তাল হয় গুজরাতের সুরতও। সুরতের ভারাচ্ছা এলাকায় জড়ো হন ভিন্ রাজ্যের কয়েকশো শ্রমিক। নিজেদের রাজ্যে ফেরার জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরে পুলিশের বিশাল বাহিনী ও পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

সুরতে কমপক্ষে ১২ লাখ ভিন্‌ রাজ্যের শ্রমিক বসবাস করেন। বেশির ভাগই বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত। এঁদের একটা বড় অংশ ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা। গত সপ্তাহেও এই শ্রমিকদের একটা বড় অংশ বাড়ি ফেরার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। পরে তাঁদের আশ্বস্ত করে আশ্রয় শিবিরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। কাল ফের ওই শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অনেকেরই দাবি, তাঁরা খেতে পাচ্ছেন না। ‘সুরত উইভার্স অ্যাসোসিয়েশন’-এর প্রেসিডেন্ট অশোক জিরাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেমন তাঁর রাজ্যের শ্রমিকদের বাসে করে দিল্লি থেকে ফেরানোর ব্যবস্থা করেছেন, বিক্ষোভকারীরা চান, তাঁদের জন্যও সেই ব্যবস্থা করা হোক।

সুরতের পুলিশ কমিশনার আর বি ব্রহ্মভাট বলেছেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে শ্রমিকদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়। স্থানীয় পুরসভা ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ভিন‌্‌ রাজ্যের প্রায় ছ’লক্ষ শ্রমিককে রোজ খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সুরতের পুর কমিশনার। তিনি জানিয়েছেন, শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে চিকিৎসক ও মনোবিদেরও।

Advertisement

আরও পড়ুন: খাবার নেই, লাঠির যন্ত্রণা লুকিয়েছেন পুলিশের ভয়ে

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement