জঙ্গি মোকাবিলায় প্রস্তুত ভারত, মৃত হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার

শনিবার পুলিশ ও সেনার যৌথ বাহিনীর অভিযানে কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে মৃত্যু হল দুই জঙ্গির। পুলিশ জানিয়েছে, আজহার খান ও সাজ্জাদ আহমেদ নামে ওই দু’জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার। শ্রীনগরে হামলার ছক ছিল তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২০
Share:

শনিবার পিটিআইয়ের ছবি।

শনিবার পুলিশ ও সেনার যৌথ বাহিনীর অভিযানে কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে মৃত্যু হল দুই জঙ্গির। পুলিশ জানিয়েছে, আজহার খান ও সাজ্জাদ আহমেদ নামে ওই দু’জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার। শ্রীনগরে হামলার ছক ছিল তাদের। তবে তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে সোপোরের কাছে অমরগড় এলাকায় দু’জনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের পাল্টা আক্রমণে আহত দুই পুলিশ কর্তাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement