প্রতীকী ছবি।
দেশে বাড়ছে শিল্পোৎপাদনের হার। এমনই ইঙ্গিত মিলল শিল্প উৎপাদন সূচকে (আইআইপি)। কেন্দ্রের পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের তরফে প্রকাশিত সূচকে দেখা যাচ্ছে, গত সেপ্টেম্বর মাসে গোটা দেশে শিল্প উৎপাদনের হার বে়ড়েছে ৩.১ শতাংশ। গত বছর সেপ্টেম্বরে এই হার ছিল ৪.৪ শতাংশ।
২০২১-২২ অর্থবর্ষে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শিল্প উৎপাদনের হার ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে ওই একই সময়ের মধ্যে শিল্প উৎপাদন ২৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
শিল্প উৎপাদন সূচকে দেখা যাচ্ছে, শিল্পক্ষেত্রের সব বিভাগেই উৎপাদনের হার বৃদ্ধি পেয়েছে। খনি বিভাগে বৃদ্ধির হার ৪.৬ শতাংশ। উৎপাদন বিভাগে বৃদ্ধির হার ১.৮ শতাংশ, বিদ্যুৎ বিভাগে বৃদ্ধির হারের পরিমাণ ১১.৬ শতাংশ।
সেপ্টেম্বরের শেষেই অবশ্য দেখা যায়, উৎপাদন বিভাগে শিল্প উৎপাদন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩ শতাংশে। দ্রব্য উৎপাদন এবং জোগানের নিরিখেই এই সূচক তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।