প্রতীকী ছবি।
বিশ্ব পর্যটনে আরও নীচে নামল ভারতের নাম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিচারে প্রথম ১১৭টি দেশের মধ্যে এখন ৫৪ নম্বরে নাম রয়েছে ভারতের। এর আগে ২০১৯ সালে কোভিড পূর্ববর্তী সময়ে ৪৬ নম্বরে ছিল ভারতের নাম।
পর্যটনে কোন দেশ কতটা উন্নতি করেছে, তার বিচার করে ১১৭টি দেশের তালিকা তৈরি করেছিল আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। সেই তালিকায় ভারতের নাম এক ধাক্কায় আট ধাপ নামলেও আশার আলো দেখিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্বেরই পর্যটন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতীয় পর্যটনে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সামান্য লক্ষণ দেখা গিয়েছে। তা ছাড়া গোটা বিশ্বে ভারতীয় পর্যটনের নম্বর কমলেও দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতই রয়েছে শীর্ষে।
তালিকাটির নাম ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২১’। অর্থনৈতিক ফোরাম জানিয়েছে, অনেক ক্ষেত্রেই পর্যটনে প্রভাব ফেলেছে করোনার টিকাকরণ। তবে এ বছর জানুয়ারি থেকে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে এক কোটি ৮০ লক্ষ পর্যটক এসেছেন।
নতুন তালিকায় ভারত ৫৪ নম্বরে থাকলেও এক নম্বরে রয়েছে এশিয়ারই দেশ জাপান। এর পরে রয়েছে আমেরিকা, স্পেন, ফ্রান্স এবং জার্মানি।