ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া এই নয়া স্ট্রেনের করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ করেছে ভারত সরকার। প্রতীকী চিত্র
করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৩৮-এ। আক্রান্ত ৩৮ জনের মধ্যে ১০ জন আছেন বেঙ্গালুরুর হাসপাতালে, তিনজন হায়দরাবাদের হাসপাতালে, পাঁচজন পুণেতে ও বাকিদের মধ্যে একজন কলকাতার হাসপাতালে ও ১৯ জন দিল্লির দুটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ১ জানুয়ারি পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৯।
ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া এই নয়া স্ট্রেনের করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ করেছে ভারত সরকার। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের সূত্র ধরে কন্ট্যাক্ট ট্রেসিং করা হচ্ছে। পরিবার, সহযাত্রী থেকে শুরু করে প্রায় সকলকেই পরীক্ষা করা হচ্ছে নতুন স্ট্রেনের ভাইরাসের সন্ধানে।
ব্রিটেনে উদ্ভুত নতুন ভাইরাস এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন-সহ অনেকগুলি দেশে।
ভারতের সরকারি তথ্য অনুসারে ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে এসেছেন প্রায় ৩৩ হাজার যাত্রী। এদের সকলের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, পাশাপাশি, সকলের আরটিপিসিআর টেস্ট করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: করোনা পরীক্ষায় নেগেটিভ লন্ডন ফেরত সহযাত্রীরা
আরও পড়ুন: ‘এই তো ২০২১, কারও মুখেই মাস্ক নেই দেখ’