কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫৪১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দক্ষিণের রাজ্য কেরলেই মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে ১৯৫ জনের করোনায় মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু তা নথিভুক্ত ছিল না।
গ্রাফিক— শৌভিক দেবনাথ।
বুধবারের তুলনায় সামান্য বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৬১৫ জন। বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার ২.৬১ শতাংশ। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ২.৪৫ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫৪১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দক্ষিণের রাজ্য কেরলেই মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে ১৯৫ জনের করোনায় মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু তা নথিভুক্ত ছিল না। দেশে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৫৩৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে দেশে মোট করোনা থেকে সুস্থ হলেন ৪ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৮৪ জন।