প্রতীকী ছবি।
চার মাস বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল। ২২ অগস্ট থেকে দিল্লি-ঢাকা এবং কলকাতা-ঢাকার মধ্যে বিমান পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
সম্প্রতি বাংলাদেশের অসামরিক বিমান মন্ত্রকের তরফে দু’দেশের মধ্যে বিমান পরিষেবা চালু করার প্রস্তাব রাখা হয়েছিল নয়াদিল্লির কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে এ বার বিমান পরিষেবা চালু হতে চলেছে। তবে চালু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হবে না পরিষেবা। ধীরে ধীরে তা স্বাভাবিক করা হবে।
২০২০-র মার্চে ভারতে লকডাউন ঘোষণা হওয়ার পরই আন্তর্জাতিক সমস্ত বিমান পরিষেবা বন্ধ রেখেছিল ভারত। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বিমান পরিষেবা চালু করা হলেও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের দুই দেশের মধ্যে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল।