Coronavirus

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩০ হাজার, অনেকটাই কমল মৃতের সংখ্যা

শনিবারের তুলনায় রবিবার দৈনিক সুস্থতার হার কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১৩৬ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১২:০০
Share:

তবে শনিবারের তুলনায় রবিবার দৈনিক সুস্থতার হার কিছুটা কমেছে। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১৩৬ জন।

শেষ ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শনিবারের থেকে সামান্য বেড়ে হল ৩০ হাজার ২৫৪। সেই তুলনায় দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নেমে এল ৪০০-এর নীচে। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯১ জনের। শনিবার এই সংখ্যাটিই ছিল ৪৪২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই পরিসংখ্যান সামনে এসেছে।

Advertisement

তবে শনিবারের তুলনায় রবিবার দৈনিক সুস্থতার হার কিছুটা কমেছে। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১৩৬ জন। শনিবারের তুলনায় যা সামান্য কম। তবে এই স্বল্প হেরফেরকে গুরুত্ব না দিয়ে আপাতত আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে ক্রমে আরও বেশি করে সুস্থতার দিকেই হাঁটছে দেশ।

ক্রমে সুস্থতার পথে দেশ যে এগচ্ছে, তার প্রমাণ দেখা যাবে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যার দিকে তাকালেও। শনিবার সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯। সেখানে রবিবার সেই সংখ্যাটা কমে হয়েছে ৩ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। রবিবারে করোনা আক্রান্তদের মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ১৯-এ।

Advertisement

প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লক্ষ ১৪ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এ দিন নতুন সংক্রমণ যেহেতু বেশি, তাই সংক্রমণের হারও কমে ২.৯৮ শতাংশ হয়েছে। গতকাল এই হার ২.৮২ শতাংশ ছিল।

দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৬৩০। তার পরেই রয়েছে কর্নাটক (৯৮ হাজার ৬২), অন্ধ্রপ্রদেশ (৭৮ হাজার ৮৩৬), উত্তরপ্রদেশ (৬৫ হাজার ৯৫৪), তামিলনাড়ু (৪৬ হাজার ৭০৩)।

দেশে করোনা আক্রান্তের সুস্থতার হার এসে দাঁড়িয়েছে ৯৪.৯৩ শতাংশে। মৃত্যুর হার ১.৪৫ শতাংশে। এই নিয়ে টানা ৭ দিন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষের নীচে রইল। তবে খারাপ খবর রয়েছে কেরলের জন্য। সেখানে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ হাজার ৯৪৯।

তবে নভেম্বরের থেকে দৈনিক সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা সর্বনিম্ন হয়েছে দিল্লিতে। শনিবার দৈনিক সংক্রমণের পরিমাণ ছিল ১ হাজার ৯৩৫। একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। নভেম্বর মাসের ২ তারিখের পর থেকে যে সংখ্যাটি সর্বনিম্ন।

শনিবার পশ্চিমবঙ্গের পরিসংখ্যান অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় বেড়েছে ২৭১০ জন। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫ লক্ষ ১৯ হাজার ২১৫ জনে। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৩,০৩৪ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement