ফাইল চিত্র।
সুপ্রিম কোর্ট ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পরেই কার্যত উধাও হয়ে যান বিচারপতি কারনান।
দেশের শীর্ষ আদালত পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে নির্দেশ দেয়, কারনানকে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে। কিন্তু কারনানের খোঁজ মিলছিল না কোনও জায়গা থেকেই। তার মধ্যেই অন্তরালে থেকে বিচারপতি কারনান শীর্ষ আদালতের কাছে ক্ষমা চেয়ে শাস্তি মকুবের আর্জি জানান। কিন্তু তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়।
ইতিমধ্যে শীর্ষ আদালতের নির্দেশে একটি বিশেষ দল গঠন করা হয়। যার মাথায় ছিলেন ডিজি হোমগার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য পুলিশের দল চেন্নাইয়ে যায়। দফায় দফায় বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়েও কারনানের সন্ধান পাচ্ছিলেন না তাঁরা। ওই দলে ছিলেন বিধাননগর এবং ব্যারাকপুরের দুই ডেপুটি পুলিশ কমিশনার এবং সিআইডি-র এক স্পেশ্যাল সুপার।
সপ্তাহ খানেক আগে পুলিশ কর্তারা খবর পান, কোয়ম্বত্তূরে এক পরিচিতের বাড়িতে লুকিয়ে রয়েছেন কারনান। বিশেষ দলের সদস্যরা সেখানে তিন দিন ধরে নজর রাখার পর অবশেষে মঙ্গলবার বিকেলে তাঁর সন্ধান পান। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়।