বিহারে চলন্ত গাড়িতে গণধর্ষণ

পশ্চিম চম্পারণের বেতিয়া শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধেয় ওই মহিলাকে জোর করে চার জন গাড়িতে তুলেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৯
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

বিহারের বেতিয়ায় চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নির্যাতিতা মুজফ্ফরপুর হোমের আবাসিক ছিলেন। ওই ঘটনায় বিহারের মুখ্যসচিব এবং পুলিশের ডিজি-কে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন।

Advertisement

পশ্চিম চম্পারণের বেতিয়া শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধেয় ওই মহিলাকে জোর করে চার জন গাড়িতে তুলেছিল। গাড়ির ভিতরেই গণধর্ষণ করা হয়। পরে ওই এলাকাতেই নির্যাতিতাকে ফেলে যায় অভিযুক্তেরা। শনিবার ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপহরণের সময় ওই চার জন মুখোশ পরা ছিল। কিন্তু নির্যাতিতা তাদের মুখোশ খুলে ফেলায় অপরাধীদের চিহ্নিত করতে তাঁর অসুবিধা হবে না বলে পুলিশের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement