Assembly Election

Assembly Election: পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, কিন্তু ভোট চান না ৩১% দেশবাসী: সমীক্ষা

৩১ শতাংশের দাবি, পাঁচ রাজ্যে ভোট স্থগিত রাখা হোক। তা না-হলে দেশে করোনা পরিস্থিতি আরও গুরুতর হবে বলেই তাঁরা মনে করেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ০৭:২৪
Share:

ফাইল চিত্র।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ গত কাল ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কিন্তু অতিমারির এই বাড়বাড়ন্তে এ ভাবে নির্বাচন হওয়া কী ভাবে দেখছেন সাধারণ মানুষ?

Advertisement

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই একটি অনলাইন সমীক্ষায় উঠে এসেছে দেশবাসীর মতামত। সমীক্ষকদের দাবি, সমস্ত রকম রাজনৈতিক প্রচারস‌ভা বা র‌্যালির উপরে নিষেধাজ্ঞা চান ৪১ শতাংশ মানুষ। অন্তত ৩১ শতাংশের দাবি, পাঁচ রাজ্যে ভোট স্থগিত রাখা হোক। তা না-হলে পরিস্থিতি আরও গুরুতর হবে বলেই তাঁরা মনে করেন।

সংক্রমণের কথা মাথায় রেখে ১৫ জানুয়ারি পর্যন্ত সব ধরনের পথসভা, জনসভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভিড় এড়াতে বুথের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ৩০৯টি জেলা থেকে ১১ হাজারের বেশি মানুষ ওই সমীক্ষায় অংশ নিয়েছেন। তার মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ মহিলা। ভোট হতে যাওয়া পাঁচ রাজ্যের ৪১৭২ জন মতামত জানিয়েছেন। তাতে ২৪ শতাংশের মত, জনসভা বন্ধ থাক। তবে ভোট হোক। ৪ শতাংশ অবশ্য মনে করেন, করোনা পরিস্থিতির উপরে ভোট কোনও রকম প্রভাব ফেলবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement