প্রতীকী ছবি।
গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে এক ব্যক্তিকে পাথর, রড দিয়ে পিটিয়ে মারল তিন জন। পুণের খণ্ডওয়াতে শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। এর জেরে মৃত্যু হয়েছে ৩৯ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী নেভিল বাত্তিওয়ালার।
পুলিশ সূত্রে খবর, নেভিলের বাড়ির ছাদে ওই রাতে পার্টি চলছিল। সেই সময় একটি ট্যুরিস্ট কোম্পানির চালক গাড়ি নিয়ে নেভিলের বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির নীচেই গাড়ি পার্ক করেন তিনি। এর পরই নেভিল ওই চালকের সঙ্গে বচসার জড়িয়ে পড়েন। তাঁর বাড়ির নীচে গাড়ি পার্কিং করা যাবে না, সাফ জানিয়ে দেন তিনি। ওই গাড়িতে ওই সংস্থার মালিক এবং আর এক চালকও ছিলেন। তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি।
পুলিশ জানিয়েছে, এরপরই ওই তিন জন মিলে রড আর পাথর দিয়ে নেভিলকে বেধড়ক মারধর করতে শুরু করেন। গুরুতর জখম হয়ে বাড়ির সামনে রাস্তাতেই পড়ে যান তিনি। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: হেলমেট কই, সিভিক পুলিশের চড়ের চোটে মৃত্যু
খণ্ডওয়া থানার সিনিয়র ইনস্পেক্টর মিলিন্দ গায়কোয়াড জানান, সংস্থার মালিক যশবন্ত রাসকার এবং গাড়ির দুই চালককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।